অভিযান

বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচার করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা অভিযান। কিছুদিন আগে আমি আই.আই.টি বোম্বের বিজ্ঞানী শ্রী অভিজিত মজুমদারের একটি লেখা পড়লাম। উনি তাঁর লেখায় উল্লেখ করেছেন যে বিজ্ঞান গবেষণা হল গুপ্তধন সন্ধান করার মত। গবেষণা শেষ হলে গুপ্তধন পাবো কি পাবোনা তার কোন ঠিক নেই, কিন্তু গুপ্তধন খোঁজার জন্য যে অভিযানে আমরা সঙ্গী হব, তার মজাই আলাদা। তাই আমি আমার এই ব্লগের নাম রাখলাম অভিযান

বিভিন্ন রকমের লেখা থাকবে এখানে, যেমন বিজ্ঞানের খবর, প্রবন্ধ, ধাঁধা, প্রকৃতি পর্যবেক্ষণ, লেকচার নোট ইত্যাদি। সমস্ত লেখাই হবে বাংলায়। যেহেতু আমি এখন আর নিয়মিত বাংলায় লিখি না, তাই ইদানীং বাংলায় লিখতে বেশ সময় লাগে। তাই অভিযানে  কতদিন অন্তর লিখতে পারব তা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না, তবে আমি প্রতি সপ্তাহে লেখার চেষ্টা করব।

অভিযান কোন বিজ্ঞান পত্রিকা নয়, তাই অনেক ক্ষেত্রেই হয়ত আমার লেখায় আমার মতামতটাই প্রাধান্য পাবে। সবার মতামত নিয়ে নিরপেক্ষ ভাবে লিখতে অনেক সময় লাগে, যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ :  আপনারা যেন আমার মতামতকে সর্বদাই সঠিক বলে না ভাবেন। মানুষমাত্রেই ভুল হয় আর আমি একজন সাধারণ মানুষ। তাই আপনাদের যদি মনে হয় যে আমার মতামতে কোন গড়বড় আছে, তাহলে তথ্য-প্রমাণসহ তার বিরুদ্ধ মতামত দিতে দ্বিধা করবেন না। আমি বিরুদ্ধমত শুনতে সর্বদাই আগ্রহী, কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া এঁড়েতর্ক বৈজ্ঞানিক তর্ক নয় এবং তাদের  আমি প্রশ্রয় দিই না। আপনি যদি বলেন অমুকলোকে আপনার উলটো কথা বলছে, তাই আপনি ভুল, তাহলে কিন্তু সেটা অবৈজ্ঞানিক, কারণ অন্যের মতামতকে তথ্যপ্রমাণ হিসেবে ধরা যায় না।

যাইহোক, আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোন বিষয় নিয়ে জানতে আগ্রহ থাকে, তাহলে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দিতে।

আপনারা যদি বাংলায় বিজ্ঞান নিয়ে আরো লেখা পড়তে চান, তাহলে https://bigyan.org.in/  -এ অনেক ভালো ভালো লেখা পাবেন।

 

 

বিভাগ: বিষয়: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *